স্বপ্ন পূরণ
আলী আমজাদ আল আজাদ


প্রভাতে জাগিয়া আগামীর পথে
নতূন স্বপ্ন বুনন;
কর পরিশ্রম সততার সাথে
তবেই হবে স্বপ্ন পূরণ।


নির্ঘুম চোখে স্বপ্ন, দৃপ্ত শপথে
সম্মুখ পানে অগ্রসর;
মনস্কামনা পূর্ণ হবেনা
ঘুমের স্বপ্ন অবান্তর।


আমরা স্বপ্নের অভিযাত্রী
দেখব স্বপ্ন, করব কাজ,
স্বপ্ন পূরণের আশায় জাগরিত হব
আমরা স্বপ্নবাজ।


গন্তব্যহীন পথিক ভবঘুরে
যাকে বলে বাউন্ডুলে;
স্বপ্ন বিহীন প্রচেষ্টা অর্থহীন,
সাফল্য নাহি মিলে।