সরল পথ দেখাও
আলী আমজাদ আল আজাদ
_____________//
ক্লান্ত হয়ে ঘুরছি প্রভু পাইনা কোন দিশা
সরল পথটি দেখিয়ে মিটাও মনের আশা।
ভ্রষ্ট হয়ে কাষ্ঠ হয়ে জীবন্ত আমি এক লাশ,
তোমার রাহে না চলিয়ে করছি সর্বনাশ।


তোমার পথে চলছে যারা তাদের পথিক বানাও
তোমার হুকুম মানতে পারি তেমন করে চালাও
তোমার পথে চলতে যদি জীবন দিতে হয়
হাসি মুখে মরতে পারি নেই তো কোন ভয়।


আমরণ সেই পথটি প্রভু চাইছি তোমার কাছে
সরল পথের পথিক বানাও আর কি চাওয়া আছে
ধন্য হবে জীবন আমার পূর্ণ হবে আশা,
শুকরিয়া করছি আদায় তুমি ভরসা।


রচনাকালঃ
১৭/৮/২১ইং
ধর্মপাশা/রাজাপুর/সুনামগঞ্জ