শয়তান বলে
আলী আমজাদ আল আজাদ
______________//
শয়তান বলে, রেখো না দাড়ি এখন সময় নয়
        মুখ ভরা দাড়ি দেখলে তোমায়
              ক্ষ্যাত ক্ষ্যাত মনে হয়।
শয়তান বলে, এ বয়সে কি ছালাত পড়তে হয়?
       বুড়ো হ’লে পরে দেখা যাবে সেটা
                 কেন এত সংশয়!


শয়তান বলে পর্দা করিওনা এই বয়সে পর্দা নয়
বৃদ্ধ  হলে পর্দা করিও যখন ৬০ বা উপরে হয়
এই বয়সে রঙ ঢং মাখা ফুর্তি  করার সময়
         বুড়ো হলে পরে দেখা যাবে
              কেন এতো সংশয়।


        শয়তান বলে, চল নেশা করি
         বন্ধুর সাথে সিগারেট ধরি।
এই কিছু না একটু আধটু সুখটান বিনিময়!
এই বয়সে এটা খাওয়া তেমন ব্যাপার নয়!


শয়তান বলে, সহীহ হাদীসে থাকলেই
              কি মানা লাগে?
বাপ-দাদা কি তোমার এমন আমল
          কখনো করেছে আগে?


      শয়তান বলে, পায়জামা পরে
           টাখনুর উপরে বোকা
      সমাজ বোঝ না তুমি কি এখনো
          সেদিনের ছোট খোকা?


শয়তান বলে, এখন তোমার মজা
             লুটাবার ক্ষণ
খাও দাও ঘোরো যা ইচ্ছা করো
             যখন যা চায় মন।


শয়তান বলে, ঘুষের টাকায় সবাই হচ্ছে বড়
             তুমি কি এমন সাধু যে
          বিনা উপরিতে ফাইল ছাড়?
শয়তান বলে, সুদটা আসলে তেমন হারাম নয়
         সূদ ছাড়া কি এমন মানুষ আছে
                    এই দুনিয়ায়?


         আর এটা তো সুদ নারে ভাই
              ইন্টারেস্ট নামে চলে
         খুঁজে খুঁজে দেখ ক’জন আছে
               সুদহীনদের দলে?


          তাছাড়া এটাতো লাভের অংশ
                  চাইলেই নেয়া যায়
               জেনে দেখ সুদের পক্ষে
                   অধিকাংশের রায়।


শয়তান বলে, সমাজ দেবতা
সমাজই তোমার নতি
সবাই করছে তুমিও করলে কী
এমন হবে ক্ষতি?


শয়তান বলে, বল না এসব
চুপ করে দাও ফাঁকি
কেউ তো বলে না তুমি একা বলে
বিপদে পড়বে নাকি?


আল্লাহ বলেন, শোনরে মানুষ
তোমাদের ভালোবাসি
কুপথে টানিয়া শয়তান হাসে,
সুখের অট্টহাসি


সকল মন্দ কাজের নির্দেশ করে
মতলবি শয়তান
ভুলেও কখনো এসব কর না
সাবধান! সাবধান!