সূরা আল-আলাক
আলী আমজাদ আল আজাদ


(‘আশ্রয় চাহি আল্লাহর,যেন শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহ্‌র নামে,পরম করুণাময়’)


পড়, তোমার প্রভুর নামে,সৃষ্টি করেছেন যিনি।
সৃষ্টি করেছেন মানুষকে,জমাট রক্ত থেকে তিনি।
পড়, তোমার পালন কর্তা,অতি দয়ালু-মহা দয়াবান
যিনি কলমের সাহায্য, দিয়েছেন শিক্ষা দান।
যা মানুষ জানতোনা, তাই শিক্ষা দিয়েছেন মানুষেরে,
তবে,সত্যি সত্যি মানুষ, সীমালঙ্ঘন করে।
এ কারণে যে---------------------------
নিজেকে অভাব মুক্ত মনে করে সে--------
নিশ্চয়,প্রত্যাবর্তন হবে,আপনার পালন কর্তার দিকে।
আপনি কি দেখেছেন যে,নিষেধ করে তাকে।
যখন নামায পড়ে,সে এক বান্দাকে?
আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে
অথবা,খোদা ভীতি শিক্ষা দেয়------
আপনি কি দেখেছেন,যদি সে মিথ্যা রোপ করে ও মুখ ফিরিয়ে নেয়
সে কি জানেনা যে,আল্লাহ্‌ দেখেন ?
কখনই নয়----
যদি সে বিরত না হয়,
তবে আমি হেঁচড়াবই-মস্তকের সামনের কেশ গুচ্ছ ধরি,
সে পাপীর কেশ গুচ্ছ, যে ছিল মিথ্যাচারী।
অ-ত-এ-ব, সে তার সভাসদদেরকে আহবান করুক।।