ঠিক বুকের মাঝখানে
আলী আমজাদ আল আজাদ
___________//
তরু পাতা ঝরে গেলো শব্দ করে মর্মর
আমি বলি ভালোবাসি বন্ধু বলে মরমর
ঝরা পাতা,মনের কথা মিশে গেলো এক নিমিষে
প্রকৃতি আর বন্ধু মিলে খুব হাসে খুব হাসে
কার সময় কখন খারাপ তা ভালো রব জানে
আমার একটা দুঃখ আছে ঠিক বুকের মাঝখানে।


অন্ধ হয়ে বন্ধু আমার খোঁজে ফিরে সুখের দেশ
আমার বুকে সুখের রাজ্য এই কথাটি নয়তো বেশ
বুকে ছল বানে জল বন্ধু নাকি সব জানে
সেই জানাতে দুঃখ আমার ঠিক বুকের মাঝখানে।


দিলে ছোঁয়া করে ধোয়া উড়িয়ে দিতাম কষ্টটা
আমার বুকে জরিয়ে রেখে তোমায় দিতাম শ্রেষ্ঠটা
তোমার মন অণু-ক্ষণ না প্রেমের ভাব জানে
না জানাতে দুঃখ আমার ঠিক বুকের মাঝখানে।


তোমায় চেয়ে না পেয়ে জন্ম হলো কষ্টের
আমায় যদি করো বাদী হবো না কেন নষ্টের?
কষ্ট দিলেও বন্ধু তুমি বিরাজ করো সবখানে
তোমা হারা কষ্ট আমার ঠিক বুকের মাঝখানে।