তোর ঘুমে


ব্যস্ততা তোর অনে-ক , অনেকটা তোর কাজ
শরীর মনে ক্লান্তি তাই , চোখে ঘুমের ভাজ ;
তাইতো আমি যখন খুঁজি দেবো বলে চুম
অনেক ঘুমে বিভোর তুই ,সে কি কুম্ভ ঘুম !


ঘুমা,তুই ঘুমিয়ে থাক, ঘুম যেন না ভাঙে
ঘুমের মাঝে নৌকা বিলাস চলুক মন-গাঙে ;
সপ্ন দেখিস আমায় নিয়ে ,মুখে থাকুক হাসি
তোর সপ্নে যেন আমি জনম জনম বাঁচি ।


হঠাত যদি ঘুম ভাঙায় কেউ সপ্ন শেষের আগে
মুখখানা তুই এমনি করবি যেন প্যাঁচা লাগে ;
নালিশ শেষে ঐ শালাকে দিবি আমায় তুলে
ঘুম ভাঙানোর অপরাধে চড়াবো তাকে শূলে ।



ঘুমিয়ে থাকা অপরাধ নয় ,ঠিক ই যদি হতো
এক জীবনে মৃত্যুদণ্ড পেতিস শত শত ;
ঘুমহীনতায় আমি ভুগি তোর সপ্নে থাকি বলে
তবে কেন ভাসাস আমায় শুধু শুধু চোখের জলে ।