আচ্ছা, একটা কবিতা অশ্লীল হতে পারে ?
কাপড়ে না ঢাকা সব কিছুই কি শুধু নগ্নতা ?
ডাকলেই কি বিলবোর্ডের নায়িকা ?


আচ্ছা কবি!
এতো কষ্টিপাথর কোথায় পাও ?
রাতের অন্ধকারে, পাথর চেনো ?


হা হা হা হা হা হা
হাহ হাহ হাহ হাহ হাহ হাহ
হু হু হু হু হু হু  


সবই তুমি চিনো
শুধু দিনের আলোতে
আলোতে তোমারে চেনা যায় মাঝি


অন্ধকারে তোমারে আলাদাকরন যায় না
তোমাদের থাইকা ।


মাঝি মাল্লা যাত্রী সবই এক
একই বিস্বাদ একই সব দীর্ঘশ্বাস।