রাইফেল হাতে যে বিদ্রোহের কথা ছিলো আমাদের
দ্রোহের আগুনে যা কিছু ছারখার হয়ে যাবার কথা ছিলো
শহরের পতন হতে পারতো আমাদের যে দীর্ঘশ্বাসে


তাকে আমরা বিলম্বিত বিপ্লব বলি
তাকে আমরা প্রলম্বিত বিপ্লব বলি


বিলম্বিত আর প্রলম্বিতের ফাকে বন্দী
আমাদের রাইফেলের প্রচন্ড সত্য এক গর্জন
কৃষ্ণচুড়ার ডালে বন্দী হয়ে আছে
আমাদের জীবন্ত লাশের সমাহার
অথবা এপিটাফে লেখা প্রত্যেকটি মিথ্যা গান অথবা গপ্প।