এই শহরে শুকরের দাম বেশ চওড়া
খুব একটা পাওয়াও যায় না
তাই হয়তো খাবারের মেনুতে জোটেও না


জ্বী মশাই,
এটা ভাববেন না যে, এই প্রাক তালেবানি শাসনামলে
আগুন এবং অথবা তরবারীর ভয়ে
প্রায় সবাই ভদ্র সভ্য মুসলমান বনে গেছে


প্রকৃত প্রস্তবে,
শহরের শুকুরগুলি আজ মানুষ বনে গেছে
বিবর্তনের নিয়মে সামনের একজোড়া পা হাত হয়ে গেছে
একদম ভদ্র সভ্য পাক পবিত্র বনে গেছে


আচ্ছা, বিবর্তনবাদী বিজ্ঞানী মশাই,
পা দুইটি হাত হয়ে গেলেই কি
অন্তরটাও মানুষ হয়ে যায় ?