ময়না পাখীর বোল ফুটেছে
ডাকছে "আভা-মণি"
আলতো কথায় মন জুড়ায়
মিষ্টি মধুর ধ্বনি ।।


কাছাকাছি চুড়ই বাসা
বুলবুলি কিছু দূরে
পাখীর গানে ঘুম ছুটে
সূর্য্যি হাসে ভোরে
আমিও গায় তাদের সুরে
যখন গান শুনি ।।


ময়না হাসে ময়না গায়
নাচে ঘোরে ঘোরে
আভার সাথে গলা মিলায়
গায় সুরে সুরে
ময়না এখন ডিম দিয়েছে
সময় পেলেই গুণি ।।


কালো গায় হলুদ পা’য়
মধুর সুর গলায়
বাঁকা ঠোঁঠে শিষ কাটে
সুরের মায়া ছড়ায়
ভাবনা খানা তাে এমন
যেন গানের রানী ।।


১৮-১১-১৭
ল্যাবএইড, ঢাকা ।