জোছনা রাতে ঘুমো চোখে শুভ্র চাঁদের মায়ায়
ভেসে এসো মেঘের খেয়ায় আমার পাশের ছায়ায় ।।


নিরব রাতে সুর ছড়িয়ে কথার ইন্দ্র জালে
দোলে দোলে লতায় পাতায় নাচবো তালে তালে
চাঁদের আলোয় বসে আছি তোমার আশায় আশায় ।।


পূর্ণিমার চাঁদ মুসকি হাসে জোছনা ভালোবেসে
তুমি) এসে পাশে বসে ঘোমটা খুলো হেসে হেসে ।।


রাতের ফুলে সুবাস ছড়ায় শ্যামল ঘন বনে
সেই সুবাসে জোছনা হয়ে এসো আমার মনে
তুমি এলেই পড়িয়ে দেবো হাসনাহেনা গলায় ।।


সবুজ ঘাসের গালিচা বরণ আসন পেতেছে
দলে দলে জোনাকীরা আজ নাচে মেতেছে
সময় কাটে প্রতিক্ষায় তোমায় ছোঁয়ার আশায় ।।


ছন্দঃ স্বরবৃত্ত