ওগো আমার জেলের সুপার মধুর তোমার ব্যবহার
বন্দী থেকেও সন্ধি করি ছাড়বোনা যে কারাগার।।
সুখ অনলে জ্বলে পুড়ে হারালাম জোয়ানি
আজীবনের কয়েদি গো নেই জামিন শুনানি
এজলাসে নেই টেবিল চেয়ার নাই মহুরি ব্যরিষ্টার।।
তোমার নায়ে উঠতে চেয়ে ঝাঁপাই অথৈ জলে
মন তবুও নিদানকালে তোমার কথাই বলে।
হঠাৎ বুকে জড়িয়ে নাও লাজের মাথা খেয়ে
পড়শি বাড়ির ফুল কুমারী বিষম খায় যে চেয়ে
সকাল বিকাল ইচ্ছে মতোন দাও সাজা দাও বারেবার।।
সংশোধন-10-10-2020
স্বরবৃত্তঃ
৪-৪-৪-৩


ওগো আমার জেল সুপার মধুর তোমার ব্যবহার
বন্দী থেকেও সন্ধি করি ছাড়বোনা কারাগার।।
সুখ অনলে জ্বলে পুড়ে হারালাম জোয়ানি
আজীবনের কয়েদি গো নেই জামিন শুনানি
এজলাসে নেই টেবিল চেয়ার নাই মহুরি মোক্তার।।
রোদে জ্বলি পুড়ি, ডুবে মরি গভীর জলে
মন তবুও নিদানকালে তোমার কথা বলে।
হঠাৎ বুকে জড়িয়ে নাও লাজের মাথা খেয়ে
পড়শি বাড়ির ফুল কুমারী বিষম খায় চেয়ে
সকাল বিকাল ইচ্ছে মতোন দাও সাজা দাও বারবার।।
বন্দি ---- কারাগার।।
স্বরবৃত্তঃ
৪-৪-৪-২


উত্তর ফাল্গুনী
বাসার ছাদ
কাজের ফাঁকে
১২-০৮_২০২০
রাজশাহী
আলভী আমীর আল খামারী