দূর্বা ঘাসে পাশে বসে করিসনা খুনোসুটি
হাসির ছলে গায়ে ঢলে পরিসনা লুটোপুটি।।


সত্যি আড়ি পরবোনা শাড়ী নেবনা বকফুল
করবোনা সাজ হাসবোনা আজ বাঁধবোনা এলোচুল
তোরই দিকে পলকে পলকে মেলবনা চোখদুটি।।


ভংগি করে থাকিসনা পরে কাঁদিসনা পথের ধারে
চলার পথে সংগিনী হতে বলিসনা বারে বারে।


( ভ্রমর হয়ে গুন গুনিয়ে ছুঁইতে চাস আমারে?
শুধুই পিছে ঘুরিসনা মিছে কিছুই পাবি নারে
অথৈ জলে যাবি চলে হাটুর চুনোপুঁটি।।)


হাতে ধরি পরাস চুড়ি ব্যথা লাগে তাতে
যতই বলি যাবো চলি তবু্ও থাকি সাথে
দিনের শেষে ভালোবেসে হাসে যে মনদুটি।।
%%%


দূর্বা ঘাসে পাশে বসে করিসনা খুনসুটি
হাসির ছলে গায়ে ঢলে খাসনা লুটোপুটি।।


আড়ি আড়ি পরবোনা শাড়ী নিবনা বকুল
করবোনা সাজ হাসবোনা আজ বাঁধবোনা এলোচুল
তোরই দিকে পলকে পলকে মেলবনা চোখদুটি।।
এমনি করে থাকিসনা পড়ে থাকিসনা পথের ধারে
চলার পথে সংগী হতে বলিসনা বারে বারে।।
পিছে পিছে ঘুরে মিছে আরে পাবি নারে
অথৈ জলে যাবি চলে হাটুর  চুনোপুঁটি।।
######


পাবিন না মন ভরবে নারে
হাসবেনা চোখদুটি।।
প্রজাপতি হয়ে উড়ে
পিছে পিছে ঘুরে ঘুরে
যতোই ছুঁইতে চাস আমারে
পাবি নারে পাবি নারে
অথৈ জলে হারিয়ে যাবি
হাটু পানির চুনোপুঁটি।।


ছন্দঃ স্বরবৃত্ত
১২-১০-২০১৯