গাছে গাছে কদম কেয়া বরষার নেই দেরী
মেঘে মেঘে ঢেকে আলো এখন নাচে জলপরী।।


ঘন মেঘে আকাশ ছেয়ে ডাকছে ভীষন গুড়ুগুড়ুে
এইতো এলো অঝর ধারা আশায় বুক ধুরুধুরু
পূবালী বায় ছুটে আয় তবেই বাদল শুরু
ফুটবে ফুল জুটবে ফল ভাসবে বিলে সপ্ততরী।।


কচি কচি ধানের পাতা ঘোমটা খোলে চেয়ে
টাপুর টুপুর পানির ছোঁয়ায় উঠবে নেচে গেয়ে
ধুসর মাঠ প্রাণ পাবে তোরে কাছে পেয়ে
আয় তড়িঘড়ি দূর আকাশের মায়া ছাড়ি ।।


গাছে গাছে কদম কেয়া বরষার নেই দেরী
জল পড়বে পাতা নড়বে নাচবে জল পরী ।


১১-০৭-১৯৯৯।
বার কাউন্সিল ভবন ও ৬৫-নপলা আজিমপুর ।