চলছে বাস নিভছে আলো-
চার দিকে আঁধার
আদিম নেশায় মত্ত কিছু
হিংস্র জানোয়ার ।।


সকাল বেলায় স্বপ্ন ছিল
আলোয় ভরাবে বিশ্ব
শত মাইল পেরিয়ে এসে
ছোয়াঁ’র থাবায় ‍নিঃশ্ব,
রক্তমাখা দূর্বাঘাস
করছে হাহাকার ।


চলছে বাস নিভছে আলো
চার দিকে আঁধার
আদিম নেশায় মত্ত কিছু
হিংস্র জানোয়ার ।।


প্রজাপতির স্বপ্ন ডানা
ভেঙ্গে করে উল্লাস,
প্রতিরোধে ক্লান্ত দেহ মন
স্তব্ধ কন্ঠ শ্বাস,
বাচাঁর করজোড় আর্তনাদ
হাওয়ায় একাকার।


চলছে বাস নিভছে আলো
চার দিকে আঁধার
আদিম নেশায় মত্ত কিছু
হিংস্র জানোয়ার ।।


প্রজাপতির স্বপ্ন ডানা
ভাঙ্গলো নিশাচর
কি অপরাধ ছিল তার
রাস্তায় নিথর রাতভর।


(চলবে-)


বাসে কলেজ রোড় টু ধানমন্ডি
যাওয়ার পথে
সকাল -৭টা
৩০-০৮-১৭