মানুষ বাঁচে আশার সমান
নদী স্রোত ধারায়
দিনের সপন রাস্তা দেখায়
রাতে নিদ্রা তাড়ায়।।


চলার পথে উঁচু নিচু  
দেখে মনের চোখে
বন্ধ আঁখি অন্ধ তো নয়
যা যা বলুক লোকে
তারা)নিজের ভালো ফলের আশায়
কর্মে হাত বাড়ায়।।


জীবন হলো নদীর মতো
শুধুই  চলে বয়ে
জোয়ার ভাটা আসে ও যায়
ঘড়ির কাঁটার লয়ে
যারা) তালের সাথে বৈঠা চালায়
সফল হবে তারায়।।