সংসার আমার ভাল লাগেনা সংসারেই যন্ত্রণায়
তবুও)মায়ার জালে বন্দী থাকি সংসারেই মন্ত্রনায়।।
যতই ভাবি ছেড়ে ছুড়ে অচিন দেশে দিবো পাড়ি
তবুও)সঙ্গেই থাকে অনাথ বাচ্চা ভাতের চালের শুন্য হাড়ি
এরি বান্ধন ছিন্ন করি জানা কোন মন্ত্র নাই।।
ছাড়তে তারে নাহি পাড়িছাড়ি ছাড়ি যতই করি
আরো)আষ্টেপিষ্টে জড়িয়ে পড়িপায়ে দিয়ে শিকল দড়ি
দড়ি ছেড়ার অলি-গলিরজানা বিধান তন্ত্র নাই।
মন্ত্র দিয়ে যন্ত্র ঘুরায় আমি ঘুরি তার ইশারায়
যদিও) নয়ন মেলি চক্ষু বুজি সবই ছকে এক আস্তানায়
নিজের যন্ত্রে ডিজেল দেওয়ার আমার কাছে যন্ত্র নাই।।
স্বরবৃত্ত
১০,২৫,৩১-০৭-২১
০২-০৮-২১
1