ও গীতিকার,দাও উপহার,মিষ্টি একটি গান
ও সুরকার,দাও উপহার,মধুর একটি গান॥


যে গানে জড়িয়ে থাকে মাটির সুধা গন্ধ
গানের কথায় মনটা দোলায় কবিতায় স্বর ছন্দ
গানে গানে দাও আনন্দ গানেই দাও নদীর প্রাণ॥


(লাখ শহীদের আত্নদানে ঝরছে সতেজ প্রাণ
শোষণ থেকে মুক্ত হবার যুদ্ধ জয়ের গান।)


৮-ফাগুনের লাল রাজপথের শোনাও সেই অমর সুর
১২-চৈত্রের হানাদারের নির্মম কালরাত্রী-ভোর
১-পৌষে হায়েনা কাঁদে হাসে বাংলার জান।।