আমি প্রশান্ত মহাসাগরের উতাল অশান্ত ঢেউ
অনন্তের নির্ভীক যাত্রী হয়ে সঙ্গে যাবে কেঊ ।।
আমার চলার যাত্রা পথে কোথাও বাধা নাই
সবার সাথে মিতালী আমার যখন যাকে পাই
আমার ডাকে সাড়া দিয়ে তোমরা যাবে কেউ।।
সাগর তলে অথৈ জলে লুকানো  হিরা কাঞ্চন
কে নিবে গো সঙ্গে এসো দেবো সাতরাজার ধন
দাম দিয়ে যা যায়না কেনা তা নিবে কি কেঊ ?
যদি সাথে এসো হাসাবো যে তোমায় কাঁদাবোনা
যদি পাশে বসো জড়বো যে তোমায় তাড়াবোনা
আমার পাশে আসনখালি এসো বসবে যদি কেউ।।