কবর খুঁড়েই চলেছি বুকে-
মাটি দিয়ে ঢাকতে পারি নি!
গ্রহণের দুয়ার খুলেই পেয়েছি অসুখ
আমাকে অনুগ্রহ করো বিশ্বাস!
যেভাবে ভাঙ্গলে অবিভাজ্য মনে হয়, সেভাবে ভেঙ্গে ফেলো!
নির্দিষ্ট পরাজয় হাতের শিরায়-
অপঘাতের মতো ছড়ানো-ছেটানো!
কব্জিতে গুরুতর আহত প্রেম,
সকাতরে মিনতি জানায় বিশুদ্ধ আবেদন!
ব্যস্ত চিলের নখে আঁকড়ে ধরে থাকে স্মৃতি!
তাকে ফিরিয়ে দিও না,ফিরিয়ে দিও না অন্য আকাশে-
গ্রহণের দুয়ার খুলতেই ভেঙ্গে গ্যাছে ছিটকিনি-
আমাকে অনুগ্রহ করো বিশ্বাস!
আমাকে গ্রহণ করো!