যখন আলোতে ফোটে ফুল,
পাপড়ি ছুঁতে আসে কত আঙ্গুল!
যদি ছিঁড়তে আসে কেউ দলে দলে-
আমি ফুলের বৃন্ত হয়ে ধরে রাখি সবলে!
যখন কানের পাশে আলগোছে রাখো চুল,
চোখের প্রকৃতিতে তুমি সাজানো নির্ভুল!
চশমার আতশকাচে আমায় করো নিরূপণ!
কুয়াশায় ঝাপসা দেখালে মুছতে দেবো মন!


যখন হৃদয়ের মোলাট খুলে তোমায় পড়ি-
বাসনার ঝাপি খুলে দুঃখ বের করি-
শুকিয়ে গেলে পাপড়ি,বৃষ্টি কে ঝরালো
মেঘেদের চিৎকারে আমার দাবী সব ফুরালো-
এখন ভাবনাতে সুক্ষ্ণ আঁধার নিয়ে,
অবহেলার দেয়ালে হেলান দিয়ে,
ডাকছি তোমারে নির্বিকার সংকেতে-
তুমি অযথা দূরে চলে যাও আমারই হতে!