মনে পড়ে ছাদের রেলিং ধরে আকাশে উঠছি দু' হাত ধরে-
তখন কবিতার দল কাজল হয়ে রাঙালো আকাশ আঁখি ভরে!
অক্লান্ত ঠোঁটে জমানো আবেগের স্বীকারোক্তি নিলাম-
চোখ মেলে তোমায় না পেলে, ঘুম চোখে আমায় মুছলাম!
তবুও তুমি থাকোনি আমার হয়ে-
মনে শুদ্ধতায় ভরা অনুরাগের অনুকম্পন না শুনলে-
দূষিত মনে করে ইশারায় ছুঁড়ে ফেলে ভুল ভাষা বুঝলে!
এখন তোমায় মনে করতে হয় গুড়িগুড়ি বৃষ্টির সাথে দুঃখ বেঁচে-
স্নায়ুকোষে শিহরণ জাগানো ধ্বনির সাথে অবশ নেচে!
দ্যাখো  শ্যাওলা জমা লালচে ইটে- অবাক নীলচে মায়ার আবেশ-
ছোপ ছোপ কালো দাগ ঠিকরে উঠে-
শক্ত হতে হতে হলোই নিঃশেষ!
ঠিক যেন আমার মতো!