তোমার ওড়নায় আমার কপালের ঘাম মুছতেই সুতোর ভাঁজ খুলে গ্যাছে,
তা দিয়ে আমার হৃদয় সেলাই করো!
তোমার হাতের চুড়ির রিনিঝিনি শব্দে ভেসে আসে
করুণ স্বপ্নের দূরবর্তি সুর।
তা দিয়ে আমার বিরহের গান ধরো!
তোমার বাড়ির উঠোন গাছ হতে ঝরা,
চৈত্রের মৃত হলুদ পাতায় আমার পদচিহ্নের ছাপ!
অথচ অনির্দিষ্টকাল বুকের আঙিনা ধুঁয়ে নিয়ে যায় উদার চোখের বৃষ্টি!
তোমার চশমার আতশকাঁচ ঝাপসা দেখালো যে দু'চোখ-
আঙুলের ইশারায় বসন্ত ডাকলে দিগন্ত ভোলা যে আকাশ এনে দিতো-!
আমিই তো সে-ঘণ রাত্রির জটিল অন্ধকার!
আমিই তো সে, তোমার জন্য জ্বলে ওঠা ভেজা মশাল!