তীব্র হুঙ্কারে শব্দাতীত নিরবতার আলিঙ্গন-
রুদ্ধ বিস্ময় কেঁড়ে নিয়েছে দীর্ঘশ্বাসের ভাষা বহুকাল আগে-
কিছু ভাসমান অনুজ্জ্বল বিস্মৃতির নির্বোধ চাওয়া নিয়ে,
হেলান দিয়ে মাথার কাছে বসে আছে ভাঙ্গা আকাশ-
সস্তা আঁধারের নিয়ম মানা আলো ঢাকা দু চোখ-
পরিত্যক্ত জীবনের প্রতিচ্ছবি আঁকে সে আঁধার ভিজিয়ে!
তবে কি কিছু চাওয়ার নেই,চাওয়ার নেই কিছু?
একটা পথ একা হেঁটে সময়ের কাছে দাবী করে যাচ্ছে দন্ড-
নিজের শহরের নিজস্বতাকে কতবার করেছি নিচু-
তবুও ভালো থাকার সুখকে কাঁদিয়ে বারবার বেঁচে থাকতে আসি দু-দন্ড!