আধখানা হৃদয় হাতে-
টপটপ করে রক্ত চুইয়ে পড়ছে!
আমি পড়ে যাচ্ছি না- কেন যাচ্ছি না?
মন বললো,আমার বুকে মাটি নাই!
বাস্তব আমাকে নিয়ে অবিকল কল্পনায় ফিরে এলো-
এবার,দুঃখের চুলোয় আগুন জ্বালাবো-
অপেক্ষা হইলো শুকনো লাকড়ি!
একে একে অপেক্ষা পোড়াচ্ছি-
ধোঁয়া পাচ্ছি না আমি,একাই বাতাস খাচ্ছে ধোঁয়া-
অনেক কষ্টে বাতাসের পাত থেকে এক-দু মুঠো হাতে পুরে নিলাম-
নিঃশ্বাসের কাছে টেনে নিতেই-
তুমি ঢুকে গেলা ভেতরে!