একটি কবিতা উপহার দাও পৃথিবী,
অদৃষ্ট অন্তিমে পরাজিত যে,
লড়তে থাকা জীবনে অপুর্ণ যে,
ঘাতক সমাজে অবিশ্বাসী যে!


হৃদয়ের ছেদবিন্দুতে আপন হোক সেসব হৃদয়!
নতজানু মুখ-চোখে ফুটে উঠুক তাদের বিনয়!
আমি আঁকড়ে ধরতে চাই হেরে যাওয়া শূন্য বুক;
বেদনায় পুড়ে বুঝতে চাই কিসে ভাঙ্গন কিসে অসুখ?
ব্যথার করুণ ক্রন্দন খুব কাছে থেকে দেখতে চাই;
যেন নেশাতুর ঘোরে থেকে অমরতা করে না বড়াই!
ভাবুক মনের যন্ত্রণায় ঢুকে দেখি অবিন্যস্ত শত আলোক;
মরে যাওয়া আবেগের ঘানি টেনে জীবনকে বুঝেছে অনর্থক!
আজ সময়ের এপারে অন্তর্যামীর অদৃশ্য খেলা,
খেলার সামগ্রী হলাম আমরা যত।
নিশ্চিত জীবন সাঙ্গ হলেই বুঝি,
ভীষণ ব্যাথার ক্ষত নত!