প্রাপ্তি শেষে প্রাপ্যতা যোগানের আশায়-
স্বপ্নচূড়ায় মন রং শুকালে একা-একা,
আমার অন্তরাল একটু যদি না কাঁদায়-
ভাববে,প্রান্তহীন ডাঙায় কাঁদা হৃদয়ে নোঙর বসা ছিল বাঁকা!
কোথাও নেই আমি,
মর্তলোকে বিবর্জিত আত্নার সঙ্গি হয়ে ঘুরি-
তোমার চোখ কি পেলো না দেখা?
আঁধার এসে জমানো পাথর বুকে মেরে যায় ছুঁড়ি!
শক্ত পাথর ছিঁড়ছে না,
ঠকে যায় হৃদয়ের যন্ত্রণা-
অক্ষত দূরবীন চোখে ঘনিয়ে আসে স্মৃতির মেঘ-
নেই আকাশ, পালকহীন বলাকা উড়ে উড়ে খেয়ে ফেলে আবেগ!
নীল ফুল,নীল জল,রক্তজমাট কথার দল-
নিকষ নীলে নিঃসীম শূন্যে শত বেদনার কোলাহল!
আমার চলে যায় অষ্টপ্রহর,
উদাস সময়ে কাঁটে নিশি-ভোর-
দীর্ঘশ্বাস খেয়ে ফেলেছে এক-তৃতীয়াংশ আয়ু-
কবিতার শেষ, ছবিটার শুরু-
তুমি তুলেছো আজ ঊর্ধ্ব বাহু!
ব্যথার ক্ষতগুলো চিৎকার করে বলছে তবু-
চলে যাওয়ায় অনেক কথা জমা পড়ে
ছিলো, সত্যিই তুমি শুনবে কি?
মাটির বুকে কান পেতে শুনো,
কত কথা যে তোমায় বলছি!