ফিরতি ব্যাথার কাছে আমার চাওয়ার কিছু নেই-
যত ক্ষত-হৃদয়ের গভীর খানা খন্দ দেখিয়েও লাভ নেই,
নীল নীল বেদনার হাটে হৃদয়ের কালো রক্ত মিক্সড করা হলো,
নিঃশ্বাসের বাতাসে মৃত অনুভূতির দূর্গন্ধ ছড়ালো-
আমি কিছুই না জানানোর ভান করে নষ্ট তালুর সন্ধি দেখাই-
বক্ররেখায় দূর্গম পথের সঙ্গী হতে চেয়ে অন্য হাতের রেখা মেলাই,
কিছুই থাকলোনা শেষঅব্ধি,
শুধু থেকে গেলো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তোলা বিরহ হুতাশ!