ডুবতে দেয়া অশ্রু নিলিমার বুকে ঘুমিয়ে পড়ে,
কোলাহলশূন্য শোকের আকাশে জায়গা নেই তার-
প্রতি পদে পায়ের ছাপে হাত জড়িয়ে
বিরহের গ্লানিতে রক্ত-ঘাম শুকিয়েছে চোখের জলের রোদ!
বলতে পারো,
কি করে পার পাবে তোমাতে অপার বিস্ময় এ সচেতন চোখ?
যেখানে তোমার দুঃখের বিস্ময়সূচক চিহ্ন,
আমার হৃদয়ের রক্তক্ষরণের কালো সূচ-!
বলতে পারো,
কি করে ভেঙ্গে যাবে এ অসীম প্রেমের প্লাবনে ভেজা সুউচ্চ বাঁধ?  
যেখানে নিরুপায় স্বপ্নের পরাজিত মিছিল ঠায় দাঁড়িয়ে
সে বাঁধ রক্ষায় তোমার স্লোগানে মুখর !