কপালে ভালোবাসা দেখার ইচ্ছা ছিলো,
দেখি, তুমি সেখানে ভাঁজ হয়ে আছো।
একটা কাগজ চিঠি হওয়ার অপেক্ষায় ছিলো-
দেখি,তুমি ঘর ভর্তি ছেঁড়া কাগজের ফুল হয়ে পড়ে আছো!
শহরজুড়ে নির্দিষ্ট ছায়া খোঁজার চেষ্টা ছিলো-
দেখি,তুমি দূরে দূরে মেঘ সরিয়ে কোথায় যেন হারিয়েছো!
বালিশ মাথায় এপাশওপাশ কল্পনায় আঁকার তেষ্টা ছিলো,
দেখি, তুমি রং খুঁজতে তুলি হারানোর শোক ভুলেই গ্যাছো!


নিয়মমাফিক পড়ার টেবিলে বই লুকোনোর গল্প ছিলো
দেখি,তুমি বুকের সেল্ফে কবিতার বইয়ে সাজানো আছো!
নিরব প্রার্থনায় কত দুঃখ মেটানোর আশা ছিলো,
দেখি,তুমি মনের রেখা টেনে এনে হাতের রেখায় মিলে গ্যাছো!


তবুও মনে হয় তোমাকে কোত্থাও যেন দেখিনি-
তোমারে না দেখেও এতটা দেখছি ক্যানো 'একাকিনী'?