এ শহরের ধুলো ব্যতিত,
রাস্তার ধারের লতাটাকে কেউ আঁকড়ে ধরে থাকে না!
যেন শরীরে জন্মেছে আশ্রয়হীনতার কাঁটা!
আঁধারে কত শামুক পাশ কেটে চলে যায়,
উদ্যমি বাতাসও বলে 'নেতিয়ে পড়ো'!
পাতার ছায়া ফুরোলে,উদ্দেশ্যহীন শিকড় বেয়ে ওঠা
ঘুমন্ত পিপড়ের দল বাসা হারিয়ে ফেলে!
বহুকাল লতাটার গল্প শোনে ছুটে চলা অচেনা গাড়ি,
জোড়ায় জোড়ায় পিষিয়ে দেয়া রং-বেরঙের জুতো!
এ শহরজুড়ে বেঁচে থাকে নুইয়ে পড়া কত লতা!
এখানে জীবন যেন ধুলোর পথে আচমকা থমকে যাওয়া মৃত্যুর মতো-!