অনেক আবদার ঠোঁটের অস্ফুট স্বীকারোক্তিতে ক্ষয়ে যায়!
স্বপ্ন-বিভ্রম-অজস্র কল্পনাকে মিথ্যে বলতে বলতে ক্লান্ত হয়-
কিছু থাকুক অন্তত যা ধরে থাকার ছিলো নিজস্বতার-
পিছু ছাড়ুক বিস্মৃতি নিয়ে আবেগে পোড়ানো অন্ধকার!  
হয়তো ক্যানভাসের শেষ রং শুষে অন্ধদীপ্তি দিবে সূর্য-
হয়তো চোখের কোণায় মেঘ ভেঙ্গে লুকিয়ে দিবে বৃষ্টি পড়ার ধৈর্য!


পুরোনো কান্নার গচ্ছিত গল্পের পৃষ্ঠা শুঁকে নিবে প্রকৃতি-
ইচ্ছেকে জড়িয়ে বিদায় বলে কেউ হৃদয়ে লিখবে না ফেরার চিঠি!
একদিন কন্ঠ করবে বিরোধ বিরহ গলায় সুর নামালে-
একদিন টগবগে রক্তে জন্মাবে প্রতিশোধ,ভাঙ্গা প্রতিশ্রুতির শক্ত দেয়ালে!
সংগ্রামের অধ্যায় পুঁজি করে ব্যথিত সত্ত্বাই হবে আপন-
একদিন চোখে মেলে দেখতে এসে সবাই করে যাবে দাফন!