পিছুটান আমায় ডেকেছিল শূন্য চোখে প্রত্যাবর্তন রূপে-
বুঝিনি পিছু ফিরে তাকালে,
সময়ের বিবর্তনে মুছে যাবে প্রিয় আকাশ!
যখন ভোরের আলোর আস্থায় রাত চোখে অভিশপ্ত হলে তুমি-
আমি তখন মাঝনদীতে ক'টা জখম চিঠির ওপর বসে থাকি!
বাঁচার তাগিদে ব্যাকুল স্রোত পিছুটানে ফেরাতে চায়-
নিঃস্ব অনুভবের নদীতে-
ফুরিয়ে গিয়ে মন গলানো নাও ভিরায়!
আমি দেখি অনেক স্রোতের ঝিলিক শুধুই বিষণ্ণতা ছুঁয়ে ফেরে-
চিরকাল হৃদয়ের চোট বুঝে চাঁদটা আলো দিলো যারে-
ভুল ভাষায় বিরহ হতাশা অব্যক্ত মুখ-চোখে ফুটছে আঁধারে!
আমি পারি না, তারপরও কারণগুলো উহ্য রেখে খতিয়ে দেখি-
আমার মনে পড়াতে পিছুটানে কারো জলমাখা কাব্য লেখি!
কিন্তু পিছুটানে ফেরারী আবেগ পুড়ে যাতনা যে সয়-
একটুকরো নিহত মেঘ রংহীন হলে আকাশের কি ক্ষত হয়?