কবিতা আমার মায়ের ঠোঁট,
কথা বললে চলে যায় চিন্তার বিপদ সংকেত!
আচলে সুইসুতো শব্দ বুনে দুঃখ মুছে কবিতার গর্ব,
দৈর্ঘ্য প্রস্থে সমান আকাশের গায়ে লেখা থাকে কবিতার নাম।


কবিতা আমার পরাধীন বুকের উজ্জ্বল ঢেউ,
নামমাত্র মূল্যে স্বাধীকার রক্ষা করতে উছলে পড়ে,
প্রতিরোধে আজীবন কলমের শেষ নিঃশ্বাস ত্যাগ,
যার কবরে মাটি দেয়া হয় না পাথর চাপার কারণে!


কবিতা কখনো বুলেটে ক্ষত বিক্ষত স্বাধীনতা,
দামী জুতোর খাঁজে আটকে থাকা সাম্যতার হনন!
অবহেলিত কাকের কালো শরীর ভর্তি শহুরে ডাস্টবিন!
ফুলের বাজারে নীল ভ্রমরের কষ্ট পূর্ণ জীবনের আত্নকথন!
কবিতাই কবির মনের শুন্যস্থান,
কবিতা সংসার পাতে কবির ভাঙ্গা পাজড়ে!
চাঁদের হাটে কবি নিজেকে বিক্রি করে কবিতা কেনে!
কবির শ্বাসকষ্ট ভোগ করে বড় হয় কবিতার ঘণ শব্দের মিছিল!
কবি যতবার মরে যায় কবিতা তত বদলায়!
আবার কবিতাই সভ্যতার সেই রূপ যা কবিকে বাঁচায়!