জীবিকার টানে উদায়াস্ত সূর্যের পশ্চাতে,
বহু নক্ষত্র ঘুরে টেনে মারছে কড়া আঘাতে!
ক"টা  রাতকে দিলেই বা তুমি প্রভাতের আলো?
প্রশ্নের ভিড়ে আঁধার নীড়ে তুমিই বা কাকে ঠেললে ভালো?  
বলছি তো মুখে ভালো নই,ভালোতে নিরেট দুঃখ সই!
তুচ্ছতার মহাবীর কানে ফিসফিসে জাগালো মহা হৈ-চৈ।
নিয়মের বালাই কি আর এমন এখনো মুখ থুবড়ে পড়ো নাই?
লোকচক্ষুর আড়ালে হারালে ক্ষমতার ভক্তি শ্রদ্ধার গান গাই।
এ কি বেহাল দশা, অনুলব্ধ মনের টান দেখিয়ে,
জীবন জুয়ার বাজীতে হেরে গেলো মায়াকান্না;
কেউ বিষাক্ত মাটিতে ফুল ফোটালো বলে,
উপহারে মিললো কাল সাপের দুমুখো ফণা!
অবিকৃত ইতিহাসে যত অলেখা-কুলেখা আছে
লজ্জা পেলো অবশেষে
লড়ে যাওয়া বুকের হাড় খুঁটিয়ে মাংস খুবলে
মুক্তি মিলছে চির অবকাশে!