এই সবুজ পথ হতে চায় আঁটোসাঁটো ছায়ার বাগান,
দোয়েলের ডানাকে ঘাস মনে করে,
নীল ফড়িং বসে কাঁদবে ঘাসের সূচালো  আঙ্গুলের মাথায়!
মালির ফুলঝুড়িতে হবে ভিমরুলের চাষ,
দংশনে বেঁচে থাকবে কাঁটাসম বেদনা!


পোড়ার জন্যই শুকনো লাকড়ি  জড়ো হবে
যদি মৃত্যুর  ঘ্রাণ তুলে পাথরে ফোটা ফুল ঝরে যায়,
হাড়িতে পানির বুদবুদ দেখে ভালোবাসা একশোবার ডুব দেবে!
তোমরা কিভাবে বোঝাবে এই পিপাসার্ত পথিককে,
পানির রং খুঁজতে এসে এক গ্লাস জীবন উছলে পড়ে!