কি ভাবে আর চিনবে আমায়?
ক্লান্ত নগরীর অজ্ঞাতনামা পোড়া ইট আমি!
হৃদয়ের যত্রতত্র স্থানে জায়গা পেয়েছি অনেকটা।
দেয়ালে পেরেক ঠুকে দেয়া ঝুলন্ত স্মৃতির সাথে বাস!
ছোপ ছোপ নীল দাগ বসিয়ে কালো করে বাঁচে শ্যাওলার দল!
আমায় আঁটকে রাখা বালু-সিমেন্ট যত,
আলগা হতে থাকে বিক্ষোভের অসুখে!
স্পর্শে ব্যথিত শক্ত মাটিতে নরম সুখে ঝড়ে পড়ি একদিন!
কিছুদিন সাদা ঘাস আমার বুকে  পাপড়ির সুখ এনে দিল!
কিছুদিন অতৃপ্ত বাতাস বৃষ্টি তুলে শক্ত হতে শেখালো!
ফের স্বার্থের লোভে কেউ খন্ড খন্ড করে আমায় ভাঙ্গলো!
ভেঙ্গে যাই, কখনো টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকি!
এরপর জোড়া দিতে দিতে,
নির্মম ছুঁড়ে বাঁচি জলে-আগুনে-অতলে!