ধূ-ধূ মাঠ জনশুন্য-
ঘাসের সবুজ বিছানায় নেই রঙিন চাদর,
আঁধারের উষ্ণ আলিঙ্গন কেঁড়ে নিয়েছে সব!
ঠোঁটে শিশির ভেজা খড়কুটোর ওজনে
পাখির পালক খসে পড়ে!
পালক কুঁড়োতে এসে বিচ্ছিন্ন হয়ে যায় ছায়া!
ঢিল ছোঁড়া ইট-পাথরের বুকে ছোট ছোট স্মৃতির সম্ভার!
কখনো রাতের নক্ষত্র নেমে আসে বেদনার সন্ধানে!
মাঠ জুড়ে ঘাসের অপ্রাপ্তি, কেউ থাকলো না মাটির কল্যাণে!