জানাশোনায় তেমন কাছাকাছি অবরোধ করেনি দুঃসময়!
আমাকেই  হারতে হবে জেনে বরাবর স্মরণ চিঠিতে "প্রিয়"লেখি!
ডাকনাম দেইনি কোনো,
তুমি বলতে বেনামে একদিন খেয়ে ফেলবে মাটি!
তুমি জানতে বেশি ভালোবাসাতে বেশি নিরাশ  করা যায়!
বিশ্বাসের তরঙ্গ হাওয়ায় উল্টিয়ে,  
শিলা বৃষ্টি নামতো এক তরফায়!
আগেরমতো পাশাপাশি থাকা হয়না,
দূরত্বের খুশিতে দুঃখের অভিমান  বেড়ে গেলো!
পৃষ্ঠার পর পৃষ্ঠা কালিমাখা আবেগ ঠেসে ভরাচ্ছি চিঠিতে-
নির্ভুল লিখতে পারি না, কাটাকাটি হয়ে যায়,
মোহ নিয়েও দেখি না, ঝাপসা চোখ কাঁদে এক কোণায়!
পুরোনো পকেটে বিভৎস স্মৃতির উঁকি দেয়া এক জলছবি ছিলো!
বলেছিলে ভালো না লাগলে দেখে নিও-
আঙ্গুল দিয়ে হাত ছুঁলে বোকা হৃদয়টা খুলে দিও!
আমি সেটাও দিয়েছিলাম,
মনে করতেও পারি না,অস্তিত্ব বিক্রির শীর্ষে আমিও নাম তুলছি,
গহীনে প্রচুর অভিযোগের চাবি দিয়ে কষ্টের বদ্ধ তালা খুলছি!