বসন্ত' কোনো কোকিলের ডাকে দরজায় আঘাত হানে,
খুললে খুঁজে পাওয়া যায় তপ্ত খরার ফাঁটা জুতো!
কিছুটা ছায়া অন্যমনস্ক হাওয়ার বিষে দেয়ালে সেঁটে আছে,
যেন কোনো রাঙা কিশোরীর উন্মুখ লজ্জ্বার শরীর!
মেহেন্দি হাতে স্মৃতির ফুল আঁকা, আসমানি শাড়ির রং!
তাকে দেখে দূরত্বের পায়রা ময়ূরের কাছে মেঘের গর্জন চেয়ে বলেছিলো-
পেখম রঙিন করে নাও বঞ্চিত বৃষ্টির ফোটায়!
মাটিতে উপোস চাঁদের জোছনা গলিয়ে পড়লে
কুঁড়েঘরটা খাচা বানিয়ে উপহার দেবো'!
বিড়ালছানা মাছের কাটার ঋণ পরিশোধ করতে এলে
মাছরাঙার ঠোঁটে আঁকবো নরম রোদ!
অদৃশ্য রবি হয়ে চোখ রাঙিয়ে বালিশের তুলো পোড়াবো!
কি চাই বলো,কি চাই!
সম্মুখে-বহির্মুখে নির্বিকার হয়ে আছে আজন্ম ভুল!
সিড়ির রেলিং ধরে তাপমাত্রা বুঝেছে আঙ্গুল!
ওদের একত্রে চাইতে দেখি,ইশারায় ছুঁইতে দেখি!
দোহাই লাগে চলে যাও-ফিরে আসোনা আর অভিমান!