আমার পক্ষ নিও না কেউ,নিও না দুঃখের ভার-
অতলে বিষাদের চাদর জড়িও না কেউ নীলাভ বুকে।
গহীন অরণ্যে রাতকে খুঁড়ে পেয়েছি  মায়ার অন্ধ কবর!
কোদালের ধারে কেঁটেছি মাটির নির্বোধ প্রেম,
উইপোকায় খেয়ে ফেলছে তার সভ্যতার হাতল!
আমার পক্ষ নিও না কেউ,
কাগজের কাছে আমার সুখের দাবী ছিঁড়ে দিও,
তবু আমার পক্ষ নিও না কেউ-
তোমাদের কাছে আমার  জমানো আধুলির আকুতি,
অভাগার ঘরে পৌছিয়ে দিও না স্মৃতির শুন্যতা।
কথার স্রোতে মরুর বুকে ফেলে যাচ্ছি চোখের জলোচ্ছাস,
সাগর ভেবে সাঁতরে এসেছে কত সাহসী শুশুক-
তোমরা মানুষেরা আসতে পারলে না!
তাই আমার পক্ষ নিও না কেউ,নিও না আমার পক্ষ।
এই আমি একা আমার বন্দি মৃত্যুর কাছে!
এই আমি একা আমার আত্নার সাথে বাঁচে!