এমন এক রাতের সাথে নিঃসঙ্গ যাত্রা ছিলো,
যে রাতের পায়ে ছিলো নুপুর,
হাঁটলে শুরু হতো শব্দের ব্যতিক্রমী ঝর!
বিশুদ্ধ আঁধার সে রাতের শরীরে
যেন সুগন্ধি মাখা নির্মোহ যাতনার!
রাতের মধ্য বুকে মৌণ আপত্তিতে ফুটতো রজনীগন্ধা,
পিপাসায় শিশির বিন্দু খেয়ে ফেলতো অযত্নে বেড়ে ওঠা ঘাস!
টিনের চালে দু-দন্ড চাঁদের আলো পোহাতে
বসতো ঘর পালানো কবুতর!


এমন এক রাতের সাথে আমার নিঃসঙ্গ যাত্রা ছিলো,
যে রাতে অবুঝ কিশোরী হঠাৎ পড়তো তার মায়ের শাড়ি,
কপালে দ্বীপ আঁকতো লাল টিপ,গাঢ় রক্তের ভালোবাসায়!
করুণ স্বপ্নের দূরবর্তি সূর তুলতো  লাল চুড়ির রিনিঝিনি শব্দ!
বারান্দায় স্মৃতির ঝুলন্ত কাপড় উল্টিয়ে পায়চারি করতো বর্ণিল বেদনা!
এমন এক রাতের পাশে নিঃসঙ্গতা কাছে ছিলো!
এমন এক রাতের মতো সে আমাতে বেঁচে ছিলো!