জলদিঘিতে ভরা শৈবাল,
মাছেদের চোখের রং হারালে
অজ্ঞাত গোপন ঘৃণা পোষে শ্যাওলা,
পুরোনো দিনের মাছরাঙার সুযোগসন্ধানী দৃষ্টি দেখে,
বাঁশের পাতার আড়ালে লুকিয়ে পড়েছে নীল ভ্রমর,
বিতৃষ্ণায় কাতর জবা ফুল,
তেষ্টায় সুগন্ধ ছড়িয়ে বলে সব ভুল,সব ভুল-
এসবের মাঝে মানুষ এসে দিঘিতে ডুব দিয়ে
খুঁজে খুঁজে নষ্ট করে গেলো ঢেউ-
ঢেউ ডুবে মানুষটাকে খুঁজে আনলে
মানুষটা বলে মানুষ ছিলো অন্য কেউ!