ছই ভাঙ্গা রিক্সার হাতল ধরে
তোমাদের ছায়ার শহরে রোদের মুখে বৃষ্টির গান বাজে!
পণ্যের বাজারে মানুষের দরদাম শুরু,
কুকুরের উৎসবে চিনে ফেলি কতটা নির্দয় নিরাপদ রাস্তা!
পিঠে সভ্যতার চাবুকের আঘাতে
বিদ্যুতের তার জোড়া লাগে কাকের ঠোঁটের স্পর্শে!
তোমরা তাদের কালো বলো-!


তোমাদের রক্তেই আছে অলৌকিক রং,
পতাকার কতটুকু সবুজ রক্তের লাল রঙে হাসে জানি না,
তবুও বিস্ফোরিত মগজে স্নায়ুর দীর্ঘশ্বাস ঘাম হয়ে ঝরে!
এক হাতে কবিতার বস্তা স্বাধীনতার টুকরো জমায়-
বস্তির রেললাইনে শুয়ে পড়া স্বাধীনতাকে বলি,
ট্রেনে কাটা পড়া বিচ্ছিন্ন অংশগুলো আমাদের দাও,বাঙালীকে দাও!