তোমাকে অর্জন করতে এসে,
সমুদ্রকে বলছি,চোখ দেখো আমার-
পাতাকে বলছি, ঝরে পড়া দেখো আমার-
পাহাড়ের ফাটল জুড়ে যে দাগের অস্তিত্ব,
খুচরো সুখের পকেটে যত দুঃখের বৃত্ত!
তোমাকে অর্জনের সাধ্য কোথায় আমার?
চাওয়ার মূল্যকে শূন্য দাম দিলাম!
যোগ করলে একান্তে বিয়োগ হই আমি!
শুন্যের খাতায় গঠন মূলক কষ্ট বিশ্লেষণে,
মুখ্য উদ্দেশ্য হও তুমি!
কলম জানে আমার পাগলামো,
বিশ্বাসও করে লোকে-
তোমাকে অর্জন করতে এসে,
কেউ কি এতটা শোকে ভোগে?
দুঃখের ছন্দ ধরতে পারি নাই
বিসর্জন দিয়েছি নিজেকে স্বার্থপরের মতো-
কবি কখনো কবিতার হতে পারে নাই!
শব্দ ছুঁতেই হাত টেনে ধরে নৈঃশব্দের ক্ষত!