সন্ধ্যা রাত পেরিয়ে মধ্য রাত হয়েছে আমাকে ঘুমোতেই হবে। চারিদিকে নিস্তব্ধ শহর। উঁচু উঁচু  দালানকোঠা ইট পাথর আর শক্ত কংক্রিট  গুলো মনে হয় বুকের উপর চেপে বসেছে। মধ্যরাতে কুকুরের হাহাকার গুলো বেড়ে চলেছে। মানুষ গুলো সব ঘুমিয়ে পড়েছে।  আমার ঘুম পাখি?  সে ত কবে হারিয়েছে। মন নিজেকে ঐ হাঁকডাক করা  প্রাণীদের কাতারে নিয়ে গেছে। এমন সময় শুধু মায়ের কথা মনে পড়ে, বারবার মনে পড়ে ,মায়ের সেই গায়ের গন্ধ, মায়ের চাঁদ মুখ খানি, আর রাত জেগে থাকার জন্য হালকা করে বকুনি। ডুকরে কেঁদে জড়োসড়ো হয়ে  মায়ের কোলে ঘুমোতে ইচ্ছে হয়। হে পৃথিবী তুমি আমাকে এবার না হয় ছুটি দাও আমি ঘুমোতে চাই, আমি চিরতরে গভীর ঘুমে ঘুমোতে চাই, যে ঘুমে মানুষের তৈরি শব্দ কর কোন ঘড়ি কাজ করেনা।😕