ওগো ঈশ্বরী! দেখা হবে তো আবার…………...?
যদি কখনো  একবার দেখা হয়,
এক নিমেষে বলে দিব ভালোবাসি, 
এখনো বড্ড ভালোবাসি তোমায়। 
যদি চলে যেতে চাও তবে বলে চলে যাও, 
বাধা দেবোনা শুধু তোমার দেওয়া, 
স্মৃতির সাথে আমার নিঃসঙ্গতা নিয়ে যাও।
আর যদি অনুরাগে চলে যেতে চাও,
সব ভুলে যাও ডাকব না তোমায়, 
চিরদিনের কফিন বানিয়ে রেখো আমায়।
তবু যেন তোমার সাথে এ জনমে একবার দেখা হয়।


ওগো ঈশ্বরী! দেখা হবে তো আবার…………...?
শুধু মনে হয় কাক ডাকা ভোরে,
নয়তো কোন নির্জন দুপুরে, 
কখনো পথ ভুলে যদি দেখা হয়।
আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে
তুমি একবার এসে বলো আমায়,
একা রেখে ছেড়ে যাবো না কখনো তোমায়।
অসময়ে নীল আকাশে কত দিন কত মেঘ ঝরে হায়
পোড়া বুকে তীরের মত কাটা বিঁধে রয়,
এ জনমে তোমার সাথে একবার যেন দেখা হয়। 


ওগো ঈশ্বরী! দেখা হবে তো আবার…………...?
সেই কবে হয়েছিল দেখা 
দশমীর দিনে প্রতিমার মত ছিল মুখ তোমার 
ঠোঁটে ছিল ফাল্গুনী উষ্ণতা মাখা, 
মেঘ কালো কেশ, বুকে ভরা ঢেউ,চোখে ছিল কি যে মায়া,
সেই মোহনায় মরে ছিলাম তূণীর কম্পিত হয়েছিল কায়া,
নেমেছিল স্বর্গ, ভয়ানক সেই সর্বনাশা গ্রাসে হৃদয় ক্ষয়া।
বারবার মনে ডেকে কয়, একবার যেন তোমার সাথে দেখা হয়।


ওগো ঈশ্বরী! দেখা হবে তো আবার…………...?
বহু যুগ পর একবার যদি তোমার সাথে দেখা হয়
হিমাদ্রি পথে, নয় তো আরব সাগর বা
নীল নদের তীরে,
ফিরে যাব অতীতের কোলাহলে। 
ধূসর হয়ে আশা  ঝাপসা চোখে, 
আবছা আবছা হলেও পড়বে মনে,
তোমার সেই স্বর্গীয় স্মৃতি এক নিমিষে। 
গোধূলির সময় শেষে ঝিঁঝিঁ পোকারা ডানা হারাবে, 
আকাশটা কালো মেঘ আর বিষন্নতায় ছেয়ে যাবে, 
আমি বুড়ো আর তুমি থুড়থুড়ে বুড়ি হবে। 
তবু এই মনে ক্ষণিকের জন্য হলেও উতাল ঝড় উঠবে।
ওগো ঈশ্বরী এ জনমে তোমার সাথে আর কি দেখা হবে?