শঙ্খচিলের ডানা গুলো আজ ভেঙে পড়েছে।
লাল রক্তিম সূর্যটা আজ পশ্চিমে হেলেছে।
নীল আকাশের মেঘ গুলো আজ দিগন্ত ছেড়েছে।
ঝিকিমিকি ঐ তারা গুলো সব সৌন্দর্য হারিয়েছে।
উঁচু উঁচু দালান যেন আজ আকাশটাকে ছুঁয়েছে।
অর্থের পিছে মানুষেরা যেন কুকুরে মত ছুটছে।
মানুষ রূপী হায়না সব আরো মাংস লোভী হয়েছে।
বিশ্বাস নামের বস্তুটা আজ বহুদূর লুকিয়েছে।
মনের বার্ধক্য চারিদিক থেকে বড্ড  ঘিরে ধরেছে।
বিষন্নতা ও একাকীত্বতা যেন পাহাড় সমান বেড়েছে।
দূরে বসে ঈশ্বর তার পাতানো খেলায় মেতেছে।
জেনে রাখো এই মহীতে আমি  আবার জন্ম নেব।
তোমাদের এই রঙ্গ খেলায় আবার সঙ্গ হব।
মুখের আদল বদলে ফেলে চিল হয়ে রবো।
কখনো তবুও মানুষ রূপে আর ফিরবো নাকো।