প্রশ্নের উপর প্রশ্ন আঁছড়ে পরে,
তবু সে নিরুত্তর,
হাজারটা প্রশংসার বানীও তাকে আচ্ছন্ন করতে পারে না,
সে তখন-
অথৈ সমুদ্রের জল চোখে অপেক্ষায়...
অগোছালো চুলগুলো সাজিয়ে দিয়ে মুছে দেবে সে জল,
স্পর্শ করবে তার চিবুক কাঙ্খিত সে মানুষটির হাত,
অভিমানী ভুলে অভিমান জড়াবে বাহুডোরে তাঁর ...


হয়তো আবারও হবে অভিমান,
আবারও ছলছল নয়ন জল...
অতপর আবারও সে হাতের স্পর্শে মুছে যাবে সকল হাহাকার,
আর এমনি করেই বারবার অসংখ্যবার...
নি:শব্দেই বয়ে যাবে অনন্তকাল অভিমানের পাতায় পাতায়,
তবু জমে থাকবে ভালোবাসার এক টুকরো সফলতম ইতিহাস আমাদের খাতায় ...


১১/১০/২০১৪


উৎসর্গ :
আমার অক্সিজেনটাকে।