মায়াবী রাতের রুপালী এ জোছনায়
বুঝতে পারছি না আজ
মন সে কি যে চায়?


শিশির ভেজা এই কাকডাকা ভোরে
ফেলে আসা সৃতি গুলো
ডাকছে আমায় বারে বারে।


নির্ঘুম রাত কেটে যায় তোমারই আশায়
সারাদিন যেন ডুবে থাকি
শুধু তোমারই মায়ায়।


সন্ধ্যার গোধূলিতে মনে পড়ে তোমাকে
অতীতের দিনগুলো কাঁদায় শুধু আমাকে।


কাঠফাটা গ্রীষ্মের তীব্র খরতাপে
বিষণ্ণ এ মন তোমাকে চায় কাছে পেতে।


বর্ষার রিমঝিম বৃষ্টির সুরে
তুমি যেন আছো মোর সারা মন জুড়ে।


শরতের একরাশ মেঘের ভেলায়
তোমাকেই খুঁজি আমি সকাল সন্ধ্যাবেলায়।


হেমন্তের বাতাস বয়ে চলে শনশন
তোমাকে ভেবে এই মন হয় আনমন।


শীতের কনকন কুয়াশার চাদরে
মনে হয় আছো তুমি পরম আদরে।


বসন্তে ককিলের কুহুকুহু ডাকে
আজ কেন বারে বারে
মনে পড়ে শুধু তোমাকে।



                                             রচনাকাল- ০২/০৮/২০০১